ভাই দাড়ুন হয়েছে। তবে ভাবীকে জলদি নিয়ে আসেন। এভাবে আর আপনাকে একা দেখতে চাই না।
নিয়ে আসলে বিরহের কাব্য বের হবে না মাথা থেকে, তারচেয়ে বরং দূরেই থাকুক। আর আমি কবি হলে উঠি... কি বলেন?
আসলেই কি তাই, নাকি অন্য কিছু?
অনেক বড় ভাইয়েরা এখন বলে বউ বাপের বাড়িতে গেলে একটু শান্তিতে থাকি 😛
কবির মনে যে কি চলছে সেটা কবিই ভালো জানে। যাই হোক দূরে থেকে যদি ভালো কিছু হয় তাহলে দূরেই ভালো।
এসব কথা মুখে অনা যাবে না.. কিছু কথা ঘুরিয়ে বলতে হয়। কবিদের এটাই একটা সুবিধা। এমন ভাবে ঘুরায়ে লিখে, যার ভেতর থেকে অনেক রকম অর্থ বের করা যায় 😇
#FamilyPeaceMatter
হা হা হা 😛
তবে আমার আবার মুখ পাতলা। যা বলার ডাইরেক্ট বলে দেই। তবে যদি ভাবীর সন্ধান পাওয়া যেতো তাহলে এইখানকার স্কিনশট দিয়ে চা খাওয়ার ব্যবস্থা করে নিতে পারতাম।
আর ভাবীরাও নাকি এমন দেবরকে বেশি পছন্দ করে।
কি বিপদ! কি বিপদ!! 🤔🤔
চা কেন, আমি বিরিয়ানি খাওয়াবো। তবুও আপনি আমার পক্ষে থাকেন।
ভাবীর হাতের চা আর হোটেলের বিরিয়ানির মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তবে একবার চা পর্যন্ত গেলে বিরিয়ানি কে আটকাতে পারে 😛