বৃষ্টি দিনের ছটফট || স্ত্রীর জন্য কবিতা ঝটপট || A poetry of rainy day

in BDCommunity4 years ago

20200701_195947.jpg

বৃষ্টির দিনে আমাদের মন কিছুটা উতলা হয়ে উঠে। সাহিত্যের ভাষায় যেটাকে বলে ছটফট করা। আসলে ছটফট শব্দটা পাখির সাথেই বেশি যায়।

পাখি যখন খাঁচায় বন্দি থাকে আর ডানা ঝাপটায়, তখন ছটফট শব্দ হয়। মন কিভাবে ছটফট করে, সেটা আমার বুঝে আসে না। সম্ভবত কবিরা মনকে পাখির সাথে তুলনা করতে বেশি ভালোবাসেন। সেজন্য ছটফট শব্দটা মনের সাথে চলে এসেছে।

IMG_20170629_173616_HDR.jpg

বৃষ্টি নিয়ে অনেক কবিতা লেখা হয়েছে বাংলা সাহিত্যে। সম্ভবত বাংলাদেশে এমন কোন কবি খুঁজে পাওয়া যাবে না, যিনি বৃষ্টি নিয়ে লিখেন নি।

সেই যে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের "ওগো আজ তোরা যাস নে ঘরের বাহিরে", এখন পড়লে মনে হয়- এটা যেন বৃষ্টি নিয়ে নয়, করোনা নিয়ে লিখেছেন।

বিবাহিত যাদের বউ দূরে থাকে, তাদের জন্য বৃষ্টির দিন বড় মর্মান্তিক! সেটা এখন হাড়ে হাড়ে উপলব্ধি করছি আমি।

লকডাউনের আগে বউ গিয়েছে আমার শ্বশুর বাড়িতে। গিয়ে যে আটকা পড়লো, আর আসার নাম নেই। আমিই অবশ্য বেড়াতে বলেছি। বলে বিপদে আছি। এখন মেঘলা দিনে জানলার ধারে বসে বসে দীর্ঘশ্বাস ফেলছি। আহারে!

IMG_20170629_172936_HDR.jpg

আমার বউ সব সময় অভিযোগ করে, আমি নাকি এত এত কবিতা লিখেছি, কিন্তু তাকে নিয়ে আজ পর্যন্ত কিছু লিখলাম না। তাই এই মেঘলা দিনে বিরহকাতর কবি স্ত্রীর উদ্দেশ্যে লিখলাম:

বৃষ্টি মানেই
তোমার আমার
মন ভালো নেই

জানলার কাঁচ
ঘোলা করে দেবে
বৃষ্টির আঁচ

জলের গন্ধে
ভিজবে বিকেল
ভিজবে সন্ধ্যে

তুমি বসে রবে
জানলার পাশে,
আমিও নীরবে..

বলবো ঝড়কে-
মিসস.. করছি
পরস্পরকে!

IMG_20170629_173603_HDR.jpg

লিখার পড়ে ভাবলাম অনুবাদ করি। মূলভাব ঠিক রেখে ইংরেজিতে অনুবাদ করলাম। কাঁচা হাতের কাজ। তাই বাক্যের গঠন, বিন্যাস ও অনুপ্রাস অত যুতসই হয় নি হয়ত। আমার বউ খুশি হলেই হল..

The Rain finds-
You and me
Upset minds.

Glassy window
Become gloomy
With rain flow.

Scent of it
Soak the dusk
Sop the night.

At the window
You will sit
And Me too..

Explain shower-
We are missing
To each other.

IMG_20170629_172932_HDR.jpg

20200627_034755.jpg


আত্মকথনঃ

poster_1593196763985_rd7uzi0du0.gif

আমি ত্বরিকুল ইসলাম
সখের বশে ব্লগিং করি। ইদানীং কিছুটা আঁকাআঁকি শিখার চেষ্টা করছি।
Hive: @tariqul.bibm
3speak: tariqul.bibm

"পড়াশোনায় ইঞ্জিনিয়ার। পেশায় শিক্ষক। নেশায় লেখক। সাবেক ব্যাংকার। পছন্দ করি লিখতে, পড়তে, ভ্রমণ করতে এবং জমিয়ে আড্ডা দিতে।"

        জীবনটাকে অনেক অনেক ভালোবাসি
Sort:  

Hi @tariqul.bibm, your post has been upvoted by @bdcommunity courtesy of @zayedsakib!


Support us by voting as a Hive Witness and/or by delegating HIVE POWER.

20 HP50 HP100 HP200 HP300 HP500 HP1000 HP

JOIN US ON

ভাই দাড়ুন হয়েছে। তবে ভাবীকে জলদি নিয়ে আসেন। এভাবে আর আপনাকে একা দেখতে চাই না।

নিয়ে আসলে বিরহের কাব্য বের হবে না মাথা থেকে, তারচেয়ে বরং দূরেই থাকুক। আর আমি কবি হলে উঠি... কি বলেন?

আসলেই কি তাই, নাকি অন্য কিছু?

অনেক বড় ভাইয়েরা এখন বলে বউ বাপের বাড়িতে গেলে একটু শান্তিতে থাকি 😛

কবির মনে যে কি চলছে সেটা কবিই ভালো জানে। যাই হোক দূরে থেকে যদি ভালো কিছু হয় তাহলে দূরেই ভালো।

এসব কথা মুখে অনা যাবে না.. কিছু কথা ঘুরিয়ে বলতে হয়। কবিদের এটাই একটা সুবিধা। এমন ভাবে ঘুরায়ে লিখে, যার ভেতর থেকে অনেক রকম অর্থ বের করা যায় 😇
#FamilyPeaceMatter

হা হা হা 😛

তবে আমার আবার মুখ পাতলা। যা বলার ডাইরেক্ট বলে দেই। তবে যদি ভাবীর সন্ধান পাওয়া যেতো তাহলে এইখানকার স্কিনশট দিয়ে চা খাওয়ার ব্যবস্থা করে নিতে পারতাম।

আর ভাবীরাও নাকি এমন দেবরকে বেশি পছন্দ করে।

কি বিপদ! কি বিপদ!! 🤔🤔

চা কেন, আমি বিরিয়ানি খাওয়াবো। তবুও আপনি আমার পক্ষে থাকেন।

ভাবীর হাতের চা আর হোটেলের বিরিয়ানির মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তবে একবার চা পর্যন্ত গেলে বিরিয়ানি কে আটকাতে পারে 😛

বুঝেছি, আমার সুখ সহ্য হচ্ছে না আপনাদের। এগুলো ভালো না।