"পোঁড়া মাটির অভিশাপে শিল্পীর আজ পোঁড়া কপাল" ঃ বাংলার মৃৎশিল্প ধ্বংসের নেপথ্যে।

in BDCommunity4 years ago

রক্ত মাংসের এই দেহ খানা নাকি মাটির তৈরী, বড়ই রহস্যময় বিধাতার সৃষ্ট এই মানব জাতি। তার চেয়ে বড় রহস্যজনক বিষয়টা কি জানেন মাটির তৈরী সেই মানব জাতি আজকে মাটির পাত্রে আহার করতে কেন সংকোচবোধ করেন। পোঁড়া মাটির পাত্রে আহার করলে, সত্যিই কি আমাদের কপাল পুঁড়ে যাবে নাকি না অন্যকারন। সভ্যতার আধুনিকায়ন কি আমাদের রুচি পরিবর্তন করে আমাদেরকে সভ্য রুচি দান করেছেন? বর্তমান সভ্যতার সাধারন জীবন যাপন আর বিলাসবহুল জীবন যাপন যেখানেই দৃষ্টিপাত করুন না কেন, পরিবারে চোখ ধাধাঁনো অল্পনা করা সিরামিক, মেলামাইন কিংবা কাঁচের প্লেট, বাটি এবং গ্লাস না থাকাটা আমাদের কাছে খুবই লজ্জাজনক একটা বিষয়। সেখানে মাটির তৈরী পাত্র আমাদের কাছে সত্যিই গ্রহনযোগ্যহীন একটি বস্তু।


photo_20200717_204558.jpg

আরে ভাই, আমাদেরকে কি পাগলা কুত্তায় কামাড়াইছে যে, আমারা মাটির পাত্রে আহার করব। দেখতে কেমন বিশ্রী, কদাচিত এবং স্বাস্থ্য সম্মত নয়। আমাদের টাকা আছে, আমরা কেন মাটির পাত্রে ভাত খেতে যাব, যাদের দামী এবং বাহারী আল্পনার ডিনার সেট কেনার সামর্থ নাই, তারাই খাবে মাটির বাসনে ভাত। সভ্য সমাজের সাথে বিষয়টা ঠিক যায় না, সভ্য সমাজে মাটির পাত্রে আহার পরিবেশন করা অতীব লজ্জাজনক একটি বিষয় ছাড়া আর কিছু নয়। ধরে নিনাল, আপনার পরিবার প্রতিবেলার আহারের জন্য মাটির পাত্র ব্যবহার করেন, হঠাৎ করে যদি আপনার বাসায় কোন আত্মীয় চলে আসে, আপনি কি পারবেন আপনার আত্মীয়কে মাটির পাত্রে খাবার পরিবেশন করতে। কখনোই পারবেন না, লজ্জায় আপনার মাথা কাঁটা যাবে।

উপরের কথাগুলো আমাদের সভ্য সামাজের পক্ষ থেকে আমি উপস্থাপন করলাম। যেহেতু আমি আধুনিক এবং সভ্য বাঙ্গালী সামাজের একজন মানুষ তাই আমি আমাদের আধুনিকতা এবং সভ্যতার সর্বচ্চো না হলেও অধিকাংশ বিষয়গুলোই জানি। তাই কথাগুলো বলতে আমার কোন প্রকার সংকোচ বোধ হলো না, বরংচ মনে মনে গর্ববোধ হচ্ছে, যেমন হয় পাশাপাশি বাসার দুই গৃহিনীর মধ্যে। “আপা জানেন, আমি কালকে বিকাল বেলা শপিং এ গিয়েছিলাম, শপিং থেকে ফেরার পথে সাইনপুকুরের একটা আউটলেট চোখে পড়ল। ভাবলাম একটু উকি দিয়ে দেখি নতুন বাহারী ডিজাইনের কোন ডিনার সেট পাওয়া যায় কিনা। আপা বিশ্বাস করবেন না, আমি ভিতরের ঢুকতেই একটা ডিনার সেট চোখে পড়ল, একটু দাড়ান আপনাকে দেখাই ডিজাইনটা। দেখছেন আপা, কি-সুন্দুর! আপা জিনিসটা যেমন সুন্দর এর দামটাও কিন্তু তেমন জানেন, যেহেতু জিনিসটা আমার খুব পছন্দ হয়েছিল,তাই কোন প্রকার দামা দামি করি নাই, সতের হাজার টাকা চাইলো, আমি সতের হাজার টাকা দিয়াই নিয়ে এসেছি, আপনার ভাইজান ও খুব পছন্দ করেছেন। আগামী মাসে আমাদের ম্যারেজ এ্যানিভারসারি, আপনার ভাইজান বলেছেন, সেই দিন আত্মীয়দের এই ডিনার সেটে খাবার পরিবেশন করতে। আমাদের দেশে কোন একটি সম্ভ্রান্ত এবং আধুনিক পরিবারের গৃহিনীদের জন্য এই বিষয়টা খুবই স্বাভাবিক, তারা তাদের আধুনিকতাকে বৈচিত্রময় এবং রঙ্গীন করার গর্বে গর্বিত থাকেন সর্বদা।


photo_20200717_204602.jpg

আধুনিক হওয়া এবং আধুনিক সভ্যতার সাথে সমান তালে তাল মিলিয়ে নিজেদের মানুষিকতা এবং রুচির পরিবর্তন করা নিসন্দেহে খারাপ কোন বিষয় নয়। বিষয়টা খারাপ ঠিক তখনি হয়, যখন সভ্যতার বিকাশ এবং আধুনিকায়ন আমাদের শিক্ষা, সংস্কৃতি এবং চিন্তাধারার উপর ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে এবং এই প্রভাব বিস্তার যদি আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্যের বিনাশের কারন হয়ে দাড়ায়, ঠিক তখনি বিষয়গুলো আমাদের দেশ ও জাতির জন্য সত্যিই ক্ষতির কারন হয়ে দাড়ায়। আমাদের দেশ এবং সমগ্র বাঙ্গলী জাতি নানাবিধ সমস্যায় জড়জড়িত, আমাদের দেশের সার্বিক পরিস্থিতি বর্ননার্থে আমি যদি একটি দরিদ্র দিনমুজুর ব্যক্তির পরিবারের সর্বোপোরী সময়ের বাস্তবতার বাস্তব উদাহারন আলোকপাত করি, তাতেই আমাদের দেশের সার্বিক অবস্থা সকলের বোধগাম্য হয়ে যাবে।

আমাদের দেশে একটি বাস্তববাদী বাক্য খুবই প্রচলিত আছে, এবং কালের বিবর্তনে তা প্রবাদবাক্য রূপে প্রকাশ পাচ্ছে। “আমি গরীব ভাই, আমার নুন আনতে পান্তা ফুরাই যায়”। এই একটি প্রবাদ বাক্যই আমাদের দেশের অধিকাংশ দরিদ্র পরিবারগুলোর সার্বিক অবস্থা ব্যাখা করার জন্য যথেষ্ট। তারপরেও আমি আরও কিছু যোগ করছি একটি কাল্পনিক গল্পের মাধ্যেমেঃ

”সকাল বেলা যখন, কামের খোঁজে বাড়ি থাইক্যা বাইর হইয়া যামু, বউ কইলো, ওগো ছখিনার বাপ, ঘড়ে নুন নাই, তরকারি পাকামু কেমন কইড়া, কাম থাকি আসার সময়, দোকান থ্যাইকা গরু খাওয়া নুন নিয়া অ্যাইসেন আধে সেড়। “আরও শোনেন কথা শেষ না হইতে দৈাড় পারেন ক্যা, ছখিনার দুই দিন থাইক্যা, আইতের বেলায় জ্বর আসে, প্যাইল্যে মাইয়াটার জন্য দুইটা জ্বরের ট্যাবলেট নিয়া অ্যাইসেন, আর তাড়াতাড়ি কাম থ্যাইকা অ্যাইসেন তো, পোলাপানগুলা আপনার আশায় থাইকতে থাইকতে না খায়া ঘুম্যাই যায়। সকাল বেলায় বউয়ের কথা শুনি মেজাজ গরম হইয়্যা গেল। তারপরেরও বউয়ের উপর রাগ দেখ্যাইতে পাররুল না, কারন হ্যা তো নিজের জন্য কিছু চাইলো না, যা চাবার তা মোর বাচ্চাগুলার জন্যই চাইলো। দিন শেষে যখন কাম করি মাত্র দেড়শ টাকা পালুম, পোনেরো ট্যাকা ‍দিয়া আধে সেড় গরু খাওয়া নুন, এক সের চাউল, আঁধে সেড় আলু, আধে সেড় বেগুন কিইন্যা,খালি দুই ট্যাকা বাইচলো, দুই ট্যাকা দিয়ে একটা দোকান থ্যাইকা আটটা আজিজ বিড়ি কিইন্যা যখন বাড়ির কাছা কাছি চইল্যা আসলাম, তখন মনত পইড়লো মোর মাইয়্যাটার না গায়ত জ্বর, বউ দুইটিা ট্যাবলেট নিবার কইছিলো। কাছততো আর একটা ট্যাকাও নাই। যাই দ্যাখি ওষুধোর দোকানোত, দুইটা জ্বরের ট্যাবলেট বাকি নিয়া আসি। বাড়িত আসার পড় বউ সেই একসের চাউল মাটির হাড়ীত রান্না কইরলো। সাবাই খাইয়্যা ঘুমাইলাম। সকাল বেলা পন্তা খাইয়্যা কামে যামু, কিন্তু সকালে মুই যদি পন্তা খাইয়্যা কামত যাম মোর পোলা মাইয়্যারা কি খাইবো, হায়রে কপাল আইজকা বাসত নুন আছে কিন্তু পান্তা ফুরাই গেছে।


photo_20200717_204606.jpg

এই দরিদ্র দিনমজুরীর পরিবারের মতোই ঠিক আমাদের দেশের সার্বিক পরিস্থিতি, আমাদের নুন আনতে প্রকৃত পক্ষেই পান্তা ফুরিয়ে যায়। গ্রামে, শহরে, বস্তিতে, আবাসিক এলাকা সর্বত্রই হাজারো বললে ভুল হবে, লক্ষ লক্ষ সমস্যা। দেশের অভ্যন্তরীন অবকাঠামোগত সমস্যাগুলো সমাধানেই আমাদের দেশের সরকার ব্যতিব্যস্ত। আর আমারা সাধারন যারা আমজনতা,তারতো নিজেদেরকে জীবন সংগ্রামের রনক্ষেত্রের অর্জুন বানিয়ে ফিলেছি। পরিবারের সমস্যা সামাধান করতেই আমরা হিম এবং শিমকে গুড় আর লবনের শরবত বানিয়ে খাচ্ছি। আমারা কিভাবে আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর রাখতে যাব বলুন। আর অন্য দিকে যে, সমাজের উচ্চ এবং ধনী শ্রেনীর ব্যক্তিরা দেশের ভিতরে আধুনিকতার পারমানবিক বোমা প্রতিনিয়ত বিষ্ফোরন করেই চলছে। আর সেই বিষ্ফোরনের সমাজের উঁচু, নিঁচু, ধনী, দরীদ্র কোন জাতিই রক্ষা পাচ্ছে না, এবং আধুনিকতার নামে আমাদের সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি সমূলে বিনাশের যে সর্বনাশা খেলা আমরা সমগ্র জাতি মিলে মিশে খেলছি, এর শেষ কোথায় আমরা কেউ কি বলতে পারি! যদি বলতে পারতাম এর উত্তোরনের উপায়টাও আমাদের ঠিক জানা থাকত।

আমি নিজেকে পরম সুভাগ্যবান মনে করি, কারন ছোট বেলায় আমাদের পাঠ্যপুস্তকে আমি বাংলার ঐতিহ্যবাহী কুঁটিরশিল্প সম্পর্কে পড়েছিলাম। তাই কামার, কুমাড় এবং তাঁতি নামগুলো জানতে পেরেছিলাম এবং তারা কি করে সেটাও জানতে পেরেছিলাম। অন্যথায়, অতি আধুনিক সভ্যতায় বাস করে কেউ যদি, আমার কাছ থেকে জানতে চাইতো ভাই কামার শব্দের অর্থ কি? এই প্রশ্নের জবাব দিতে আমাকে গুগল করা ছাড়া কোন উপায় থাকতো না,কারন আমাদের বর্তমান আধুনিক জীবন যাপনের কোন ক্ষেত্রেই আমাদের ঐতিহ্য, আমাদের গর্ব কুঁটির শিল্পের কোন প্রকার অস্তিত্ব নেই।


photo_20200717_204640.jpg

বিশ্বব্যাপী বাংলার কুঁটির শিল্পের যে সুনাম এবং সার্বজনিনতা, তার অধিকাংশটাই মৃৎশৃল্পের দখলে ছিল। ইতিহাসে সমগ্র বাংলা ব্যাপী এই মৃৎশিল্পের কারিগর কুমাড় সম্প্রদায়ের অস্তিত্ব খুবই উল্লেখযোগ্য। বাংলার এমন কোন গ্রাম খুঁজে পাওয়া বড়ই দুষ্কর ছিল, যে গ্রামে কুমাড় পাড়া ছিল না। ইতিহাসে কুমাড়রা আমাদের বাংলার সমাজের হয়তোবা উঁচু শ্রেনীর কোন জাতি গোষ্ঠি ছিলেন না, কিন্তু তারা তৎকালিন সময়ে আমাদের সমাজের অবিচ্ছেদ্দ একটি অংশ ছিলেন। যারা আমাদের সমাজের এক সময় অবিচ্ছেদ্দ অংশ ছিল, তারা কিভাবে আমাদের সামাজ থেকে বিলিন হয়ে গেলেন, আর আমাদের সমাজের গায়ের চামড়া এতোই মোটা যে আমাদের সমাজের শরীরের এতো গুরুত্বপূর্ন একটা অঙ্গ নষ্ট হয়ে নিশ্চিন্ন হয়ে গেল, আর আমাদের সমাজ কিছুই বুঝতে পারল না! কুমাড়রা তাদের অতুলনীয় সৃষ্টিজ্ঞানে মৃৎশিল্পের মাধ্যমে আমাদের দৈনন্দিন জীবনে অপরিহার্য গার্হস্থ্য দ্রবাদি,মাটির হাড়ী, মাটির কলস, মাটির বাসন (খাবার পাত্র), মাটির গ্লাস, সরা, তাছাড়াও মাটির তৈরী পয়সা রাখার পাত্র (যাকে আমরা মাটির ব্যাংক বলি), ফুলদানি, মাটির পুতুল, টালী, দেবদেবীর মূর্তি, ভাস্কর্য, মশনঘাট ইত্যাদি তৈরী করতেন। প্রতিটি সৃষ্টিতেই ছিল অপূর্ব কারুকাজের নিপুন ছোয়া,চোঁখ ধাঁধানো অল্পনা, তাইতো কুমাড়দের সৃজনশীল সৃষ্টি বিশ্বসভ্যতার কাছ থেকে শিল্পের সম্মাননা পেয়েছেন।

বেক্সিমকো কোম্পানির সাইনপুকুর সিরামিক দিয়ে বৈদেশিক প্রযুক্তি ব্যবহার করে যতোই বাহারী ডিজাইনের ডিনার সেট তৈরী করুক না কেন তা কখনোই শিল্প রুপে বিশ্ববাসির কাসে সমাদৃত হবে না। শরীফ মেলামাইন মেলামাইনের প্লেট, বাটি, গ্লাস, টি স্ট্রে, চামচ এর যতই বাহারী আল্পনা একে পিছনে সিংহ মার্কা লাগিয়ে তাদের তৈরীকৃত সঠিক মানের পন্য হিসাবে বিজ্ঞাপন প্রচার করুন না কেন, শরীফ মেলামাইনের এই সৃষ্টিকে বিশ্ববাসি কখনোই শিল্প হিসাবে সামাদৃত করবে না। তাহলে বাঙ্গালী সমাদৃত হবে কোথায়, সেটা আমার জানা নেই, তবে বাংলার ইতিহাস সাক্ষী বাঙ্গালী যুগের পর যুগ সমাদৃত হয়েছিল তাদের ঐতিহ্যবাহী মৃৎশিল্পের জন্য।


photo_20200717_204645.jpg

মাটির তৈরী একটি ফুলদানি বর্তমানে হয়তোবা ধনী ব্যক্তিদের বাড়ির বারান্দায় অথবা মাটির তৈরী ফুলের টব বাড়ীর ছাদে শোভা পায় এর অর্থ উক্ত ধনী বা সভ্য ব্যক্তিরা আমাদের মৃৎশিল্পের ব্যবহার এখন অবধি করছেন। পরুন্ত ভালো করে খবর নিয়ে দেখেন ওই ধনী ব্যক্তি যে ফুলের গাছের জন্য ফুলদানিটি কিনেছেন, সেই ফুলগাছটা অনেক দামী। তিনি ফুল গাছটার জন্য মাটির তৈরী ফুলের টব কিনেছেন, টব কিনে টবের জন্য ফুলগাছ কেনেন নাই। আর আমরা আমাদের অতি অমূল্য এই মৃৎশিল্পকে হারিয়ে ফেলেছি শুধু মাত্র আমাদের সুস্থ্যচিন্তাহীন জীবন ব্যবস্থার জন্য। মাটির তৈরী যে সব দ্রব্যাদি আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করা হয়, তা কোন অংশেই, সিরামিকের তৈরী, মেলামাইনের তৈরী কিংবা গ্লাসের তৈরী দ্রব্যাদির তুলনায়, গুনগত, স্থায়িত্ব, মানানশৈলীতার দিক থেকে কম নয়। বরংচ কয়েকধাপ এগিয়ে, স্বাস্থ্যগত দিক থেকে। মাটির হাড়ী কিংবা পাতিলে রান্না করা খাবার, গ্যালভানাইজড স্টিল এ তৈরী হাড়ী কিংবা পাতিলে রান্না করা খাবারের তুলনায় বহুগুনে স্বাস্থ্যসম্মত, কোন প্রকার খারাপ পার্শ্বপ্রতিক্রিয়া নেই, যেটা আছে গ্যালভানাইজড স্টিল এ তৈরী হাড়ী কিংবা পাতিলে রান্না করা খাবারের মাঝে।

আমাদের জীবনতো রাজা বাদশাদের জীবনের চেয়ে বিলাসবহুল নয়, রাজা বাদশারা যেখানে মাটির তৈরী দ্রব্যাদি ব্যবহার করাকে তাদের সম্মানহানীজনক বলে মনে করতেন না তাহলে আমারা কেন তা মনে করি। কুমাড়দের শিল্প ক্ষচিত দ্রব্যাদি ব্যবহার বিলাসিতা সমরূপ কারন অপরূপ কারুকার্য কখনোই তাচ্ছিলতার স্বীকার হতে পারে না। যে ব্যক্তি বা যে জাতি শিল্পের কদর জানে না, শিল্পের প্রকৃত অর্থ জানে না সেই ব্যক্তি বা জাতি মৃৎশিল্পের তৈরী দ্রব্যদী ব্যবহার করতে সংকোচবোধ করবেন। কথটা শুনতে খারাপ লাগলেও এটাই চরম বাস্তবতা আজ আমরা বাঙ্গালীরা প্রকৃত শিল্পের কদর করতেই ভূলে গেছি। আধুনিকতা আমাদের সীমাবদ্ধতা না আধুনিকতা আমাদের অজুহাত হয়ে দাড়িয়েছে। পশ্চাৎ ধারায়, পশ্চাৎ শিল্পের প্রসারন না ঘটিয়ে, আধুনিকতার জন্য আমাদের দেশ ও জাতির ঐতিহ্যকে আধুনিক করে তোলার কোন প্রকার চেষ্টা এখন অবধি আমরা করি নাই। বাঙ্গালী যে অনুকরনপ্রেয়সী তার যথাপুযুক্ত প্রমাণ আমারা রেখেই চলছি, আমাদের নিজস্ব ঐতিহ্য,সংস্কৃতি, মর্যাদার নির্মম জলানজ্বলি দিয়ে।


photo_20200717_204612.jpg

আমরা এবং আমাদের সরকার চাইলেই হাজার কোটি টাকা অর্থায়নে সিরামিক, মেলামাইন এবং গ্লাসের তৈরী দ্রবাদির কারখানা তৈরী না করে, সেই অর্থায়নের এক তৃতীয়াংশ অর্থব্যয়ে আমাদের কুমাড় নামের ক্ষুদ্র মৃৎশিল্পীদের পৃষ্ঠপোশকতা করে, মৃৎশিল্পকে সভ্যতার স্পর্শে আধুনিকায়ন করে এর প্রসার শুধু দেশের অভ্যন্তরেই না বৈদেশে রপ্তানী করে বৈদেশিক মূদ্রা অর্জন করতে সক্ষম হতাম, কারন মৃৎশিল্প একটা অসাধারন শিল্প, আর শিল্পের কদর মানুষের হৃদয়ের গভীরের, প্রযুক্তির কদর আমাদের বাহ্যিক চাকচিক্যে।

উত্তরার আজমপুরের তিন রাস্তার মোড়ে বয়স্ক একজন মৃৎশিল্পীকে আমি দেখতে পাবো এটা কখনোই আশা করি নাই। ঢেলাগাড়ীর মতো একটা ভ্যানগাড়ীতে করে লোকটা মৃৎশিল্প তথা পোঁড়া মাটির তৈরী কিছু দ্রব্য সামগ্রী নিয়ে প্রচন্ড রোদের ভিতরে দাড়িয়ে ছিলেন। তার কাছে আমি কিছু পরিমান পোঁড়া মাটির ব্যাংক, কিছু পরিমান সরা (মাটির তৈরী ঢাকনা), কয়েটা মাটির তৈরী গামলা (বোল), কয়েকটি ছোট, বড় এবং মাঝারী আকারের মাটির তৈরী ফুলদানি এবং কিছু মাটির তৈরী এ্যাশট্রে দেখতে পেয়েছিলাম। তার গাড়ি ভর্তি পোঁড়া মাটির দ্রবাদি ছিল, তার পরেও এই সব দ্রবাদি দেখে তাকে আমার খুব অসহায় লেগেছে, কেন বলতে পারেন? তার সেই ছোট ঢেলাগাড়ীতে ছিল না কোন প্রকার মাটির হাড়ী, মাটির তৈরী পাতিল, মাটির তৈরী থালা, মাটির তৈরী কলস। তার এই অসহায়ত্বের পিছনের আপনি, আমি এবং আমারা সমগ্র বাঙ্গালী জাতি দায়ি। কারন আমারা বর্তমানে আর আমাদের দৈনন্দিন জীবন ব্যবস্থায় পোঁড়ামাটির কোন দ্রব্য সামগ্রী ব্যবহার করি না।


photo_20200717_204642.jpg

যদি কখনো আমাদের বিলাসী মনে সামান্যতম বাঙ্গালীপনা উঁকি মারে, তাহলে হয়তো আমারা শখ করে একটা ফুলদানি, আমার সদ্য বেড়ে ওঠা শিশুটাকে সঞ্চয়ী করার লক্ষ্যে একটা পোঁড়ামাটির ব্যাংক এবং যদি ধুমপানের বদনেশা থাকে তাহলে সিগারেটের অ্যাশ ফেলার জন্য মাটির তৈরী অপরূপ এ্যাশট্রে কিনতে পারি,তারপরেও প্রশ্ন আছে সেটা কিনার জন্য বিশ টাকা বা ত্রিশ টাকা রিক্সা ভাড়া দিয়ে কোথাও যেতে রাজি না আমরা, যদি সেটা হাতের নাগলে পাওয়া যায় তবে কেনার চেষ্টা করে দেখতে পারি আমরা। বয়স্ক লোকটি এক বুক হাতাশা নিয়ে সিগারেট টানছিলেন, তিনি তার মাটির তৈরী এ্যাশট্রের প্রচার করার বিন্দু মাত্র চেষ্টা করছিলেন না, তিনি সভ্য সমাজের মানুষগুলোর সামনে দীর্ঘ নিশ্বাস নিতে লজ্জাবোধ করছিলেন, তাই হাতাশার দীর্ঘ নিশ্বাসগুলো সিগারেটের ধোয়ার সাথে নিজের বুকের ভীতের প্রবেশ করাচ্ছিলেন এবং বিষয়টা তার মূখমন্ডলে আমি স্পষ্টভাবে দেখতে পারছিলাম। শিল্পীর শিল্প হারিয়ে যায় নাই, শিল্পীর শিল্প আজ অনাহারে আকুতি করছে, আমি ঠিক গরীব বলব না দরিদ্র কোন কুমাড়ের ছোট্ট কুঠিরে, ক্ষুদার সেই তীব্র যাতনা শিল্প তার শিল্পীকে যাতানা দিচ্ছে, শিল্প আজ মৃত্যুর খুব কাছাকাছি দাড়িয়ে, শিল্পী আজও অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে তার শিল্পকে বাঁচানোর জন্য। যে মাটি দিয়ে আমাদের এই নশ্বর দেহখানী তৈরী, সেই মাটি পুঁড়িয়ে শিল্প শিল্পকে রূপদান করে থাকেন তাই হয়তোবা, ”পোঁড়ামাটির অভিশাপে শিল্পীর আজ পোঁড়া কপাল”

Thanks for being with me.

I'm @shadonchandra a proud Member of @bdcommunity.

Find Me on Twitter, Because I used To Share Beautiful Photography every day on My Twitter Account.

Find Me On Facebook, Because I used To Share Some Beautiful Thought Of Life in my Facebook Profile.

Have a very nice Day...

Sort:  

মাটির হাড়িতে তৈরি পীঠার স্বাদ আর এখনের হাড়ি-পাতিলে তৈরি স্বাদে অনেক অনেক তফাত পাওয়া যায়। আধুনিকতার ছোয়ায় হারিয়ে যাচ্ছে আমাদের নিজস্ব সত্তা।
অসাধারণ লিখেছেন।

ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামতের জন্য।

My Twitter Share Link:

কালের বিবর্তনে সব যেন হারিয়ে যাচ্ছে । ধন্যবাদ ভিন্ন রকম একটা বিষয় তুলে ধরার জন্য ।

ধন্যবাদ ভাই। আমরা যদি আমাদের ঐতিহ্যকে বিনিষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করার চেষ্টা না করি এবং এই বিষয়গুলো অনুধাবন করার চেষ্টা না করি, তাহলে তো হারিয়ে যেতে বাধ্য সবকিছু।

Congratulations @shadonchandra! You have completed the following achievement on the Hive blockchain and have been rewarded with new badge(s) :

You received more than 30000 upvotes. Your next target is to reach 35000 upvotes.

You can view your badges on your board And compare to others on the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

To support your work, I also upvoted your post!

Do not miss the last post from @hivebuzz:

Hive Whale - Make it spray and get your badge!
Support the HiveBuzz project. Vote for our proposal!

Hi @shadonchandra, your post has been upvoted by @bdcommunity courtesy of @rehan12!


Support us by voting as a Hive Witness and/or by delegating HIVE POWER.

20 HP50 HP100 HP200 HP300 HP500 HP1000 HP

JOIN US ON

আমরা সভ্য জাতি হতে গিয়েই বরই অসভ্য হয়ে গেছি। অনেক ভালো লিখেছেন ভাই

ধন্যবাদ আপু, আপনিও যথেষ্ট ভালো লেখেন।

ধন্যবাদ ভাই আপনার লেখাটি পড়ে রংপুরের কাচারি বাজারের কথা মনে পরে গেছিলো। সেখানে আগে মৃৎশিল্পের পণ্য পাওয়া যেত। এখন আর সেখানে কোন মৃৎ শিল্পের পণ্য পাওয়া যায় না।

আপনিও কি রংপুর থেকে? জি আপু আমিও অনেকবার হিয়েছিলাম রংপুরের কাচারি বাজারে। আমার গ্রামের বাড়ী রংপুরের খুব কাছে, যদিও জেলা গাইবান্ধা। গাইবান্ধার চেয়ে রংপুরেই বেশি যাতায়াত করা হতো।

জি ভাই রংপুরেই আমার জন্ম। আমি রংপুরের ক্যান্টনমেন্টের পাশেই থাকি।।

আমরা জাতে বাঙ্গালী হলেও আমাদের জন্ম স্থানের প্রতি কেমন জানি অালাদা একটা অনুভুতি প্রবলভাবে কাজ করে। নতুন কারো সাথে পরিচয় হলে, আমাদের খুব কমন একটা প্রশ্ন থেকে যায়, পরিচিত নতুন ব্যক্তিটার জন্য। আপনার গ্রামের বাড়িটা ঠিক যেন কোথায়। পক্ষান্তরে সেই ব্যক্তিটাও কিন্তু একি প্রশ্ন করতে কখনো ভুল করেন না। চমৎকার একটি বিষয়, জন্ম স্থানের সাদৃশ্য খুজে পাওয়া গেলেই, অপরিচিত ব্যক্তিটি আমাদের মনের আজান্তেই, আমাদের মনের অনেক কাছাকাছি চলে আসে।

এমনটা কেন হয় এর ব্যাখা আমার ঠিক জানা নাই৷ তবে বিষয়টা সত্যিই অসাধারন।

নিজ এলাকার কারো সাথে পরিচয় হলে বেশ ভালোই লাগে । এটার কোন ব্যাখ্যা নাই ভাই

নুন আনতে পান্থা ফুরায় এতো সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। এটাই আমাদের বাস্তব অবস্থা ভাই।

তবে আশে পাশের ভাবীদের দিকে একটু নজর কম দেন 😛🤣 ভাবীদের এই নিখুত চরিত্র আয়ত্তে আনতে তো কম ফলো করা হয় নিই।

হা,হা,হা.. আজকাল এসব চরিত্র উপস্থাপন করতে আশে পাশের ভাবিদের দিকে নজর দিতে হয় না ভাই। ডিস লাইনে স্টার জলসা আর জি বাংলা থাকলে এবং আপনার মা আর ছোট বোন যদি এই দুই চ্যানেলের ফ্যান হয়, আশে পাশের ভাবিদের ফুল ক্যারেকটার আপনার মাথায় অটো ফিট হয়ে যাবে। এমনকি আপনি তাদের হাত না দেখেই ভবিষ্যৎবানী করতে পারবেন।

জোতিষির আবির্ভাব 😳

শুভ সকাল ভাই।
সকাল বেলায় চায়ের অপেক্ষা করতে করতে আপনার লিখা পরছিলাম।আপনার মনের যে আকুতি, যে বিদ্রোহ স্থান পেয়েছে তার সম্মান এবং মূল্যায়ন দুটোই আমি করি।আপনার এই পোস্টের বিপরীতে কোনো কথা বলার সামর্থ্য নাই।
আপনি এক মৃৎপাত্র দিয়ে পুরো সমাজব্যাবস্থা এবং একালীন শিক্ষাব্যাবস্থার দূর্বলত, বিশেষভাবে বাজার ব্যাবস্থা আপনি ফুটিয়ে তুলেছেন।আপনি দেখিয়েছেন সমাজের মানুষের মূল্যায়ন সঠিকভাবে হচ্ছে নাহ বলেই সমাজের স্থায়িত্ব টিকছে নাহ। আমারা আমাদের ঐতিহ্য ধরে রাখতে পারছি নাহ।ঐতিহ্য এবং সংস্কৃতি ধরে রাখতে না পারলে নিজেদের বাংগালি বলে বললে গাল দেওয়া ছাড়া ভিন্ন কিছু হবে নাহ।


আপনি যেনে খুশি হবেন যে এখোনো ইউটোপিয়ান সমাজ ব্যাবস্থা আছে, যেমন ভারতের কেরেলাতে, সেখানে এখোনো কলা পাতায় খাওয়া হয় ধনি কিংবা গরিব।এখোনো তারা পারাপারের জন্য নৌকা ব্যাবহার করেন।দেখে বা শুনে কতই না আনন্দ লাগে।


আপনার লেখার প্রতি আমার শুধু শুভকামনাই থাকবে।লিখে যান।
দেখা হবে রাজপথে 😍

তোমার এই কমেন্ট এর বিপরীতেই তো আমি লেখার ভাষা হারিয়ে ফেলেছি। আমরা চুনোপুটি ছেড়ে সব সময় রাঘব বোয়াল ধরার চেষ্টা করি, কিন্তু কখনো চিন্তা করি না রাঘব বোয়াল ধরতে গেলে যে আমার জীবনের একমাত্র সম্বল জাল খানাই ছিড়ে যাবে। যদি আমরা চুনো পুটি গুলো বিভিন্ন উপায়ে ধরার চেষ্টা করি, তাহলে সেই চুনোপুটি আমাদের অার্থিক সমস্যার অনেকটাই সমাধান করবে।

খুবই সাধারন একটা সমাধান, আমাদের ঐতিহ্যগুলোকে আধুনিকতার আওতায় নিয়ে আসতে হবে। কারন এর প্রচার বা বিঞ্জাপনের জন্য আমাদের অতিরিক্ত কিছুই গুনতে হবে না। কারন গুনগত মানে সর্বোত্তম না হলে কখনো ঐতিহ্য হয়ে ওঠে না। এবং এগুলো থেকেই আমাদের দেশের জন্য জাতির জন্য বিশাল একটা অর্থের যোগান হয়ে যাবে।

Minimalist houa ta khub joruri sobar jnnoi...

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

The fall of a nation begins when it forgets its own roots and tries to imitate a culture that its majority can not keep up with.

I think I just created a quote 😂

খুব ভালো লিখেছেন ভাই।

Yes brother,Yiu just created a quote.

Thanks for your encouragement.

কিছুদিন আগে মেলা থেকে মাটির গ্লাস আর বাসন কিনেছি। মাঝে মাঝে খাই। ভালোই লাগে খেতে। মাটির কাছাকাছি আছি মনে হয়।

If we lose the traditional crafts work, then it will be a big loss for us. We have to preserve our tradition at any cost; the government can play a vital role in this part.

Thanks for sharing your experience with us!
TIBLogo

You have been curated by @hafizullah on behalf of Inner Blocks: a community encouraging first hand content, and each individual living their best life. Come join the Inner Blocks Community , and check out @innerblocks! #lifehappening

This post earned a total payout of 12.178$ and 6.089$ worth of author reward that was liquified using @likwid.
Learn more.