You are viewing a single comment's thread from:

RE: "পোঁড়া মাটির অভিশাপে শিল্পীর আজ পোঁড়া কপাল" ঃ বাংলার মৃৎশিল্প ধ্বংসের নেপথ্যে।

in BDCommunity4 years ago

শুভ সকাল ভাই।
সকাল বেলায় চায়ের অপেক্ষা করতে করতে আপনার লিখা পরছিলাম।আপনার মনের যে আকুতি, যে বিদ্রোহ স্থান পেয়েছে তার সম্মান এবং মূল্যায়ন দুটোই আমি করি।আপনার এই পোস্টের বিপরীতে কোনো কথা বলার সামর্থ্য নাই।
আপনি এক মৃৎপাত্র দিয়ে পুরো সমাজব্যাবস্থা এবং একালীন শিক্ষাব্যাবস্থার দূর্বলত, বিশেষভাবে বাজার ব্যাবস্থা আপনি ফুটিয়ে তুলেছেন।আপনি দেখিয়েছেন সমাজের মানুষের মূল্যায়ন সঠিকভাবে হচ্ছে নাহ বলেই সমাজের স্থায়িত্ব টিকছে নাহ। আমারা আমাদের ঐতিহ্য ধরে রাখতে পারছি নাহ।ঐতিহ্য এবং সংস্কৃতি ধরে রাখতে না পারলে নিজেদের বাংগালি বলে বললে গাল দেওয়া ছাড়া ভিন্ন কিছু হবে নাহ।


আপনি যেনে খুশি হবেন যে এখোনো ইউটোপিয়ান সমাজ ব্যাবস্থা আছে, যেমন ভারতের কেরেলাতে, সেখানে এখোনো কলা পাতায় খাওয়া হয় ধনি কিংবা গরিব।এখোনো তারা পারাপারের জন্য নৌকা ব্যাবহার করেন।দেখে বা শুনে কতই না আনন্দ লাগে।


আপনার লেখার প্রতি আমার শুধু শুভকামনাই থাকবে।লিখে যান।
দেখা হবে রাজপথে 😍

Sort:  

তোমার এই কমেন্ট এর বিপরীতেই তো আমি লেখার ভাষা হারিয়ে ফেলেছি। আমরা চুনোপুটি ছেড়ে সব সময় রাঘব বোয়াল ধরার চেষ্টা করি, কিন্তু কখনো চিন্তা করি না রাঘব বোয়াল ধরতে গেলে যে আমার জীবনের একমাত্র সম্বল জাল খানাই ছিড়ে যাবে। যদি আমরা চুনো পুটি গুলো বিভিন্ন উপায়ে ধরার চেষ্টা করি, তাহলে সেই চুনোপুটি আমাদের অার্থিক সমস্যার অনেকটাই সমাধান করবে।

খুবই সাধারন একটা সমাধান, আমাদের ঐতিহ্যগুলোকে আধুনিকতার আওতায় নিয়ে আসতে হবে। কারন এর প্রচার বা বিঞ্জাপনের জন্য আমাদের অতিরিক্ত কিছুই গুনতে হবে না। কারন গুনগত মানে সর্বোত্তম না হলে কখনো ঐতিহ্য হয়ে ওঠে না। এবং এগুলো থেকেই আমাদের দেশের জন্য জাতির জন্য বিশাল একটা অর্থের যোগান হয়ে যাবে।

Minimalist houa ta khub joruri sobar jnnoi...