বিডি কমিউনিটি এবং আমি

in BDCommunity4 years ago

20200718_191550.png

আমি ব্লকচেইন এসেছি বেশিদিন হয় নি। কিন্তু এই অল্প সময়ে এটা নেশার মত আমাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ফেলেছে।

আগে খুব বেশি সময় পার কর তাম ফেসবুক ইউজ করে। এছাড়াও ইউটিউবে ভিডিও দেখে অনেক সময় অতিবাহিত করতাম।

বেশিরভাগ সময় দেখা যেত হয়তো কোন একটা গুরুত্বপূর্ণ বিষয় টিউটোরিয়াল ভিডিও দেখার জন্য youtube-এ ঢুকেছি। কিন্তু সেই ভিডিও দেখার পরে সাজেশন যে ভিডিও গুলো আছে সেগুলো দেখতে দেখতে এত বেশি সময় নষ্ট করে ফেলতাম যে, একটা সময় ইউটিউনকেই অর্থহীন মনে হতে লাগলো।

ফেসবুকে নিজে খুব বেশি পোস্ট না দিলেও অন্যদের পোস্ট পরতাম। আর একবার ফেসবুকে ঢুকলে তো ঘন্টার পর ঘন্টা চলে যায়।

পড়তে এত বেশি কনটেন্ট। এর মধ্যে সবগুলো যে ভালো তা নয়। কিছু উপকারী, কিছু অদরকারি, কিছু মিথ্যা, সবগুলোর একটা জগাখিচুড়ি সোশ্যাল মিডিয়া।

তারপর ব্লকচেইন সম্পর্কে জানতে পারি। পরিচিত একজনের মাধ্যমে শুনেছি এখানে লেখালেখি করেও ইনকাম করা যায়। ঠিক বিশ্বাস হচ্ছিল না। তবুও শুরু করলাম।

আর এই অল্প সময়ে হাইভ ব্লকচেইনে এত বেশি ইনভলভ হয়েছি যে, এখন এটি ছাড়া কোন কিছু কল্পনাই করতে পারি না।

প্রতিদিন ঘুম থেকে উঠে আগে ফেসবুকে ঢুকতাম। কে কি পোস্ট দিয়েছে? মেসেঞ্জারে চেক করতাম। কেউ নক দিয়েছে কি না? আর এখন বিডি কমিউনিটিতে ঢুকে দেখি কে কি লিখেছে।

20200718_191409.jpg

বিডি কমিউনিটি না থাকলে হয়তো হাইভ ব্লকচেইন আমার ভালো লাগত না। এধরনের সোশ্যাল মিডিয়া গুলোতে কিছু কমিউনিটি লাগে। পরিচিত একটা বলয় লাগে। যেখানে লিখে মজা পাওয়া যায়। অন্যের লেখা পড়ে মজা পাওয়া যায়। এবং নতুন কিছু বন্ধু পাওয়া যায়।

সেটা না হলে একসময় আগ্রহ হারিয়ে যায়। যে কারণে ফেসবুক সোশ্যাল মিডিয়া হিসেবে এত জনপ্রিয়। সেখানে প্রত্যেকের আইডিতে কিছু পরিচিত, কিছু অপরিচিত বন্ধু থাকে। এবং এই পরিচিত-অপরিচিত বন্ধুদেরকে নিয়ে তার একটা নিজস্ব বলয় তৈরি হয়। সেই বলয়ের টানে সে বারবার ফেসবুকে ছুটে আসে।

হাইভ ব্লকচেইনে বিডি কমিউনিটি আমার এরকম একটি বলয়। এখানে সবাই এতো বেশি আন্তরিক এবং সজীব যে, তাদের পদচারণায় কমিউনিটিটাকে জীবন্ত মনে হয়।

আমি যদিও ব্লকচেইন এবং অনলাইনের অন্যান্য খুঁটিনাটি বিষয়ে একেবারেই আনাড়ি, তাই বেশিরভাগ সময় নিরবে পড়ে যাই। কখনো কখনো কমেন্ট করি। লেখার চেষ্টা করি মাঝে মাঝে বাংলা এবং ইংরেজিতে।

লিখতে পারি কিনা জানি না। তবে আমার আনাড়ি হাতের দুর্বল লেখাগুলোকে সবাই যেভাবে প্রশংসা করে এবং সাপোর্ট দেয়, তাতে উৎসাহ পাই।


আমার ধারণা বিডি কমিউনিটিতে ইদানিং লেখার বৈচিত্র কিছুটা কমে এসেছে। একই ধরনের লেখা অথবা একই বিষয়ে লেখা কয়েকজন একই সঙ্গে পোস্ট দিচ্ছে। যেমন ঘুরে ফিরে মোটিভেশনাল লেখা, স্মৃতি কথা এবং গল্প বেশি আসছে।

গল্পগুলো আরও একটু বেশি গভীর হলে ভালো হতো। এর পাশাপাশি কবিতা এবং প্রবন্ধ আসতে পারে। কয়েকজন অবশ্য নিয়মিত অসাধারণ গল্প কবিতা লিখে যাচ্ছেন।

আসতে পারে ধারাবাহিক বড়্গল্প ও উপন্যাস। যেগুলো আমরা অন্যান্য ব্লগে দেখি। আসতে পারে আইটি সংক্রান্ত টিউটোরিয়াল এবং বিশ্লেষণমূলক লেখা।

ব্লকচেইন এবং ক্রিপ্টোকারেন্সির ওপর বাংলায় ব্লগ লেখা হয়েছে কম। বিভিন্ন গ্রুপে ইংরেজিতে এগুলোর উপর অনেক লেখা দেখলেও বাংলা ভাষায় এধরনের ব্লগ খুব একটা নেই।

যদি বাংলাতে ক্রিপ্টোকারেন্সি এবং এর সঙ্গে সম্পর্কিত অর্থনৈতিক বিষয়গুলো নিয়ে আরও বেশি লেখা হয় নতুনদের জন্য বেশি উপকার হবে।

পাশাপাশি চলমান আন্তর্জাতিক বিষয়গুলো নিয়েও বিশ্লেষণধর্মী লেখা আসা উচিত।


আমি আমার পরামর্শগুলো বললাম। এই ক্ষেত্রে অন্যান্যদের মতের মিল হতে পারে। নাও হতে পারে। যদি কেউ ভিন্নমত পোষণ করেন অবশ্যই বলতে পারেন।

আমি চাই এই বিডি কমিউনিটি আমাদের প্রতিভা ও সংহতির অন্যতম উৎস হিসেবে কাজ করুক। এবং যাদেরকে দেখিনি কখনো, যাদের সাথে কথা বলি নি, সেই হাইভ বন্ধুরা সত্যিকারের বন্ধু হিসেবে এখানে প্রানবন্ত থাকুক দীর্ঘদিন।

Sort:  

অনেক ভাল লিখেছেন।

ধন্যবাদ আপু। আপনার লেখাগুলো আমি সবসময় পড়ি। অনেক ভালো লিখেন।

আপনি ও অনেক ভাল লিখেন আপু ।আশা করি এভাবেই সব সময় লিখালিখি করবেন ।

আপনাদের দেখে উৎসাহ পাই।

😊😊

Congratulations @tasri! You have completed the following achievement on the Hive blockchain and have been rewarded with new badge(s) :

You got more than 50 replies. Your next target is to reach 100 replies.

You can view your badges on your board And compare to others on the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

To support your work, I also upvoted your post!

Do not miss the last post from @hivebuzz:

Hive Whale - Make it spray and get your badge!
Support the HiveBuzz project. Vote for our proposal!

আনাড়ী হাতের এতো পাঁকা লেখা কেমনে হয় বুঝি না। গাব্বারের মত বলতেই হচ্ছে - "ইয়ে হাত দে দে ঠাকুর"

আপনার ভাবনা গুলো অসাধারণ। একটি কমিউনিটি এগিয়ে নেওয়ার জন্য আপনার মূল্যবান সাজেশন গুলো অত্যন্ত জরুরী।

তবে ইনশাআল্লাহ্ সব কিছুই ধীরে ধীরে হবে। গত এক মাসে অনেক পরিবর্তন হয়েছে।

আপনাদের মত গুনীদের সংখ্যাও অনেক বৃদ্ধি পেয়েছে। অনেক ভালো ভালো লেখক তাদের লেখা লেখে যাচ্ছে।

আপনার এই লেখাটি আমাকে দারুণ লেগেছে। আমিও ফেবুকের পোকা ছিলাম। তবে গত এক মাস ধরে অনেকটাই কমিয়ে দিয়েছি।

আমি লেখালেখিতে আসলেই আনাড়ি..আমার কয়েকটা লেখা পড়লেই বুঝবেন.. তবে আপনাদের লেখাগুলো দেখলে সাহস পাই। এ কমিউনিটিকে আপনারা অত্যন্ত প্রাণবন্ত এবং সজীব করে রেখেছেন.. বিশেষ করে আপনার কমেন্ট গুলো খুবই উদ্দীপনা দায়ক.. পাশে থাকবেন.. আর নিয়মিত এভাবে সাহস দিবেন.. এই প্রত্যাশা রইল

আহা! একটু বেশিই হয়ে গেলো। হজম হচ্ছে না। আমি তো অলসতায় নোবেল পাওয়ার দাবি রাখতে পারি। খুব কম পোস্ট পড়তে পারি। তবে কোন পোস্ট পড়লে পোস্টের আলোকে কমেন্টস করতে পছন্দ করি। মতামত দিতে ভালো লাগে তাই দেই।

হজম শক্তি বাড়ান

🤦‍♂️🤦‍♂️🤦‍♂️