দুর্নীতি করো না, এসে গেছে করোনা || করোনা বিষয়ক ছড়া

in BDCommunity4 years ago

করোনার মধ্যে- এত এত লাশের মিছিল দেখেও যখন আমাদের বিবেক জাগ্রত হয় না, তখন সত্যি আফসোস হয়।

কিছু মানুষের বিবেক এমন ভাবে নষ্ট হয়ে গেছে যে- মৃত্যু নিয়েও তারা কি নিকৃষ্ট ভাবে ব্যবসা করে যাচ্ছে! কেউ করোনা টেস্টের নামে দুর্নীতি করে লক্ষ লক্ষ টাকা কামাচ্ছে, আবার কেউ রিলিফের চাল-ডালের বস্তা আত্মসাৎ করে সম্পদের পাহাড় গড়েছে।

20200719_185952.jpg

এদের কি মৃত্যু ভয় নেই! এদের কি মনে হয় না যে, একদিন জবাবদিহিতা করতে হবে এক মহাবিচারকের কাছে! আর কবে তাদের বিবেক জাগ্রত হবে?


এগুলো যখন দেখি পত্রিকাতে, নিউজ চ্যানেলে, তখন খুব কষ্ট লাগে। সেই কষ্ট থেকে ছড়া লিখলাম করোনা নিয়ে, এইসব মানুষ রূপি হায়নাদের নিয়ে..


ছড়া : অমানুষ


ওরে ভাই, শোন রে
দিনক্ষণ গোন রে..

দুর্নীতি করো না
এসে গেছে করোনা

ঘাড়ে চেপে ধরবে
দম ফেটে মরবে

করোনার জ্বালাতে
পারবে না পালাতে

পারবে না বাঁচতে
অতি সাধু সাজতে

সময়টা পাবে না..
কেন তবু ভাবে না?
images (3).jpeg

রিলিফের বস্তায়
বেঁচে দিয়ে সস্তায়

বাড়ি-গাড়ি করলে
এক বার মরলে

যত পাপ জীবনে
করে গেছ গোপনে

সব এসে দাঁড়াবে
দুই হাত বাড়াবে

পারবে না ফেরাতে
কবরের জেরাতে

বলবে কি জবাবে?
তবু কেন স্বভাবে

খাই খাই যায় না..
মানুষ না হায়না?

20200627_034755.jpg


আত্মকথনঃ

poster_1593196763985_rd7uzi0du0.gif

আমি ত্বরিকুল ইসলাম। সখের বশে ব্লগিং করি। ব্লকচেইন এবং ক্রিপ্টোকারেন্সি বিষয়ে আগ্রহী।

Hive: My Blog
LeoFinance: My Leo
Dtube: My Tube
3speak: My Vlog
Twitter: My Tweet
FB: My Profile
Pinmapple: My Tour
TravelFeed: My Feed



"পড়াশোনায় ইঞ্জিনিয়ার। পেশায় শিক্ষক। নেশায় লেখক। সাবেক ব্যাংকার। পছন্দ করি লিখতে, পড়তে, ভ্রমণ করতে এবং জমিয়ে আড্ডা দিতে।"


        জীবনটাকে অনেক অনেক ভালোবাসি

Sort:  

কবিতা অনেক সুন্দর হয়েছে ভাই কিন্তু হায়নাদের কে কবিতা কে শুনাবে

এটাই তো দুঃখের বিষয়। হায়নারা কবিতা শোনে না।

কবিতা শুনিয়ে কি আদৌ লাভ হবে। এরাই তো সততা, মানবতা, মুক্তি যুদ্ধের চেতনার বানী শুনায়।

ভাই দেশের ৮০% লোক অসৎ। কম বেশি সবাই সুযোগের অভাবে সৎ। এমন কোন সেক্টর আছে যেখানে দূর্নীতি নেই?

অনিয়মেই এখন নিয়ম।