You are viewing a single comment's thread from:

RE: "আত্মকেন্দ্রিক রাজনীতির অপচর্চা"

in BDCommunity4 years ago

ব্যক্তিস্বার্থের রাজনীতি বাংলার বুকে প্রতিষ্ঠিত করার মহতি উদ্দেশ্য নিয়েই, বাংলার বন্ধু, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয় ১৯৭৫ সালের আজকের এই দিনে। আত্মকেন্দ্রিক রাজনীতির সুপ্রতিষ্ঠা জাতির পিতাকে হত্যার মূখ্য কারন বলে আমি মনে করি।

তবে আমি তো শুনেছি ৭২-৭৫ দেশে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। আর অনেকেই তো তার একনায়কতন্ত্র/বাকশালকেই তার এই নির্মম মৃত্যুর জন্য দায়ী করে। এবং অনেকেই তার মেয়ে শেখ হাসিনাও সে পথেই হাঁটছে বলে মনে করেন।

তাছাড়া সে সময় দেশে চুরি চামারীতে নাকি ভরে গিয়েছিল। আর সে কথা তিনি নিজেই বলেছিলেন। সবাই পেলো সোনার খনি আমি পেলাম চোরের খনি।

আবার সেই সমি নাকি রক্ষী বাহিনীও ছিল। দেশের পুলিশ আর্মি থাকতে আলাদা একটা বাহিনী। তবে অনেকেই বলে এই বাহিনীর কাজেই নাকি ছিল লুটপাট করা।

আমার কাছে শুধুমাত্র ব্যাক্তিস্বার্থের রাজনীতিকে দোষারোপ করলে এই রাজনীতি এভাবেই ব্লেইম গেইম খেলায় চলবে।