আমার সপ্নগুলোকে

in BDCommunity4 years ago

বিষাদ কতোটা বিশক্ত হতে পারে আমার জানা ছিলো না কনো কালেই। মানুষের রিদয় কঠিন পাথরের ন্যায় হয়ে গেলেও, মানুষের তার ভেতরের মনুষ্যত্ব কখনোই ছুড়ে ফেলে দেয়ার ক্ষমতা তার কনো কালেই নেই অথবা ছিলো না।

আমি মনুষ্যত্বহীন দের দলভুক্ত নই৷ তবে বিষাদ আমার রিদয়কে পাথর বানায়ে ফেলেছে। তোমায় হারানোর আজ প্রায় তিন বছর পূর্ণ হলো। আমি এখনো রাত জাগি, অধরা তারার দেশে এখনো আমার নিদ্রাহীন নয়ন অপলক তাকায়ে থাকে। কিন্তু, এখন আর পাশে তোমায় রেখে চাদ দ্যাখা টা হয়ে ওঠে না। এখন আর তোমার চোখে চোখ রেখে রাত জাগা হয়ে ওঠে না।

  • কি রে, পলক!! কি ভাবছিস এভাবে আনমনে???!
    চেতনা ভাংগে এনার ডাকে। আমার কাজিন। খুব ছোট্র না। এবার ইন্টামিডিয়েট এক্সাম দেবে৷ আমার সাথে তুই তুকারি সম্পর্ক। তুখোর মেধাবী একটা মেয়ে। আমার বেশ ভালো লাগে।

received_3017565621693781.jpeg

দুরন্ত একটা মেয়ে৷ বেশ চঞ্চলা, হরিনীর মতো। লাফায়া বেরানো জেনো এদের নেশা। আমায় বেয়াহ জালায়। জালায় মানে জালাতন করে। তবে আমি রাগ করি না৷ খুব একটা খারাপ লাগে না তাকে আমার।

আমার জেদিন শোভার সাথে শেষ কথা হয়। মন টা বেশ খারাপ ছিলো। বেশ ভেংগে পরেছিলাম৷ একলা এক ঘরে থাকতাম, কারো সাথে কথা বলতেও আমার ভালো লাগতো না৷ নিকোটিন ছিলো আমার সেই সময়ের একক এবং একমাত্র সংগী। নিকোটিনের সেই ধোয়ার ফাকে সে আমায় দেখেছিলো৷ রিদয় দিয়ে অনুভব করেছিলাম তার সেই চাহনি৷

এখন আমি একলা থাকতে চাইলেও একলা থাকা হয়ে ওঠে না ওই বুনো হরিনীর জন্য। সরবদা, আমার আশেপাশে ছায়ার মতো মিশে থাকে৷ ব্লগ গুলো লিখা আমার একটা সখ বলতে পারেন।

20200811_194052.jpg

আমার সপ্নগুলো ক্যানো এমন সপ্ন হয়৷ এই ধাচের মানুষগুলো দলভুক্ত হয়ে গিয়েছি আমি এখন৷ মনটা এখন আর ওইরকম নেই সেই ফক্ষিনা বাতাস দোল দিয়ে জাওয়ার মতো৷

ভালো লাগা আর ভালোবাসার জিনিসপত্র বিকিয়ে দিয়েছি৷ তবে শোভার কথা আমার আজো ভোলা হয় নি৷ মন থেকেই ভোলা হয় নি৷ এখনো অবজেতন মনে ভেষে ওঠে শোভার কথা। এখনো আমি রাত্রে ঘুমোতে পারি না৷
সে আরো একদিন বলবো, আমাদের দূরে সরে জাওয়ার গল্প।

Sort:  

This post earned a total payout of 2.354$ and 1.177$ worth of author reward that was liquified using @likwid.
Learn more.