অভিমানী চিঠি

in BDCommunity4 years ago

নতুন কিছু ভাবার ইচ্ছে আর করে না। অনেক সখ ছিলো সুন্দর সপ্ন ছিলো। অতীত টা ভাবলে ভবিষ্যৎ আজ আর ভাবতে ইচ্ছে করে না। অতীতের ইচ্ছে গুলো আমি ইচ্ছে করে জলাঞ্জলি দেই নি৷ সব কটা জানালা খুলে দাও না। এই ধাচের গান গুলো জতোই শুনি নিজের প্রতি ততোটাই অবিচার করেছি বলে মনে হয়৷

নিজেকে গৃহবন্দি মনে হয়। আজ আবার আমার বিদ্রোহী হয়ে উঠতে ইচ্ছে করে৷ ইচ্ছে করে নক্ষত্রের পানে ধেয়ে চলতে৷ গ্রহ থেকে গ্রহের সীমানা পেরিয়ে দূর নীহারিকায় গিয়ে নিজের সপ্নের বাস্তবায়ন করতে৷ এই পৃথিবী টা বড্ড স্বার্থপর। এখানে মানুষ ঘর বাধে শুধুই গা এলিয়ে নেতিয়ে জাওয়ার জন্যে৷

received_322659255434729.jpeg

প্রিয়তমা,
অভিমান করো না। এই পৃথিবী হয়তো মেনে নেয় নি তোমার আমার পরিনয়। তাই বলে কি আমঅরা ব্যার্থ??!?!

না, এ আমি হতে দেবো না। তোমায় নিয়ে ইওরোপায় ঘর বাধবো। শুনেছি সেখানে নাকি পৃথিবীর চেয়েও ঢের বড় সমুদ্র রয়েছে৷ রয়েছে অসংখ্য সবুজ আর চিরহরিৎ।

সেখানে কেও তোমার আমার মাঝে আসবে না৷ সম্পূর্ণ তোমার আমার হবে সেই গ্রহ।
তুমি শুধু মোর সাহস হয়ে থেকো। আমি হাজারো আলোকবর্ষ অতিক্রম করার দুঃসাহস তোমায় ছাড়া কিভাবে করি বলো??!!
কৃষ্ষ বিবরের ভেতরে প্রচন্ড চাপে আমি জখন সংকুচিত হতে থাকবো৷ হাজারো আলোকবর্ষ দূরের সেই জাত্রায় তুমি ছাড়া কে সাহস জোগাবে আমায় বলতে পারো??!!

received_2701105860172320.jpeg

কি এক অপূর্ব নেশা পেয়ে বসেছে আমায়৷ তোমায় পাবার নেশা৷ ছায়াপথ থেকে বিশ্বভ্রম্মান্ড ছুটে বেড়ানো অদম্য ইচ্ছা৷ নিজেকে জানার পরম আকাংখ্যা সকল সময়ই ছিলো মোর৷

তবে, সে আগুনে ঘি ঢেলেছে তোমার ক্ষনিকের কাছে আসা৷ আজ আমি আরো বেশি বিপ্লবী, আজ আমি আরো বেশি, বিদ্রোহী। তোমার নেশায় মাতাল আমি মহাবিশ্বের মাঝে আমার আমি কে খুজে পেতে চাই। তোমায়া হারায়েছি একথা জেমন সত্য, তোমায় খুজে পাবার নেশা আমার নিজেকে চিনিয়েছে ঠিক তেমনই সত্য৷

Sort:  

This post earned a total payout of 0.728$ and 0.364$ worth of author reward that was liquified using @likwid.
Learn more.