শহুরে রুপাই

in BDCommunity4 years ago

ক্যারে গ্যাদা, স্কুলে জাইস না???!!
-হ, জাই তো৷
তয় এইহানে এহন কি করোস???

  • দ্যাহেন না?? বাদাম বেচি।
  • হ,সেইডা তো দেখি৷ তোর নাম কি??
    আমি "রুপাই"। বেশ হাস্যজ্জল মুখেই জবাব দিলো ছেলে টা৷ গ্যাদা, বলে ডাকায় বেশ খুশিই হয়েছিলো মনে হয়৷ আমি তার কথা বারতায় বুঝে গিয়েছিলাম, তার বাসা হয়তো বা পাবনার আঞ্চলিক জেলাতেই হবে৷ তাই, পাবনার ভাষাতেই তার সাথে কথা বলার ট্রাই করি৷ কতোটুকু পেরেছি আল্লাহ মালুম৷

কালো মিচমিচে একটা ছেলে। বয়স খুব জোর বারো কি তেরো৷ গায়ে রোদের ঝলকানি জেনো সোনা ফলাচ্ছে৷ তীব্র গরম উপেক্ষা করেই গলায় গামছা পেচিয়ে সামনের দিকে এগিয়ে জাচ্ছে রুদ্র৷ একাই এগিয়ে জাচ্ছে৷ এই পথ জে তার নিজের। একাই চলতে৷ হবে তাকে৷

1595498595214.jpg
Source

লিকলিকে শরীর টা দেখলেই বোঝা যায় কতো টা অপুষ্টিতে ভুহতে পারে মানুষ৷ আচ্ছা সেই জে পল্লীকবি জসিমউদদীন এর রুপাই চরিত্রের কথা মনে আছে??

" এই গায়ের এক চাষার ছেলে, লম্বা মাথার চুল!! "

কবির সেই চাষার ছেলেই জেনো এই নগর জীবনে আধুনিকতার ছোয়া পেয়ে বাদাম নিগে বের হয়েছে৷ কাধে তার ভীষণ বোঝা৷ পরিবারের দায়ভার টা তার ওই গামছা মোরা কাধেই ন্যাস্ত। কথোপকথন এর এক পরজায়ে জানতে পারলাম৷

স্কুলে পড়ে সে। তবে সেটা নামে মাত্র৷ ষষ্ঠ শ্রেনী তে ভরতি হয়ে আছে৷ স্কুলে ঠিকঠাক জাওয়া হয় না। স্কুলে গেলে পেটে ভাত জোটাবে কে?? আপনি??!!!!!!

না, আমরা কেও নই, এই সমাজের কেও তার দায়িত্ব নেবে না। এটাই চরম বাস্তবতা। এরই প্রেক্ষিতে, বাবা মারা জাওয়ার পরে নিজেই হাল ধরেছে পরিবারের।

বাসায় একটা ছোট্র বোন আছে৷ মা অন্যের বাসায় কাজ করে৷ আর তার এই বাদাম বিক্রি৷

1595498701190.jpg
Source

  • ইনকাম বেশ ভালো। শুধুমাত্র বিকাল থেকেই এক হাজার টাকার বাদাম বিক্রি হয়ে জায় এই লেকের ধারেই৷
    ব্রিষ্টির দিন হলে তো কথাই নেই। মানুষ ব্রিষ্টির মাঝে আরো বেশি বাদামের চাহিদা দেখায়৷ এক হাজার টাকার বাদাম বেচে তার চারশো টাকা লাভ হয়৷ পনেরো টাকার বাদাম কিনে নিয়ে তার কাছে কচি কাধে পাহাড় সমান ভার তুলে নেয়ার গল্প শুনছিলাম।

জীবিকার তাগিদে এরা সব কত্তে রাজি। এমনই হাজারো রুপাই এই নগরে ঘুরে বেরাচ্ছে অলি থেকে গলি তে। মাঠ থেকে পথে। কেও হয়ে জায় টোকাই কেও বা সন্ত্রাসী। ভদ্র ছেলেরা এখানে বাদাম বেচে সপ্ন দ্যাখে মা কে শাড়ি কিনে দেয়ার। হাজারো রুপাই এর গল্প, কেও লেখে না। দিন শেষে এদের কথা কেও ভাবে না। আমার অবাক লাগে দিনে চারশো টাকায় এরা এতো সুখি, অথচ হাজার হাজার কোটি টাকা যারা রাতারাতি দখল করে চলেছে এতো টাকা দিয়ে তারা করবেই বা কি??!!এই সমাজ যদি সঠিক বন্টন করতো তবে হয়তো রুপাই এর জন্ম বাদাম বেচার জন্যে হতো না৷

Sort:  

আমাদের ধর্ম হোক ফসলের সুষম বন্টন আল মাহমুদের সেই লাইনটা যদি সত্যি হতো, তাহলে সমাজে এই রুপাইদেরকে বাদাম বিক্রি করতে রাস্তায় নামতে হতো না।

শেষ লাইনটা এই হৃদয়ে আঘাত করলো ভাই।

This post earned a total payout of 1.010$ and 0.505$ worth of author reward that was liquified using @likwid.
Learn more.