[BN:EN] আত্মকথন : Autobiography || DAILY POETRY

in BDCommunity4 years ago

আমরা যারা গ্রামে বড় হয়েছি, শৈশব কেটেছে প্রত্যন্ত অঞ্চলে.. তাদের শৈশব নিয়ে বেশ কিছু সুখস্মৃতি রয়েছে। এরপর যখন আমরা হঠাৎ করে বড় হয়ে গেছি.. শহরে এসেছি.. এখন নতুন জীবনে অভ্যস্ত হয়েছি.. আমরা প্রায়ই আমাদের সেই সুন্দর স্মৃতিগুলো অনুভব করি হৃদয়ের গহীনে।

কিন্তু ইচ্ছে করলেও এখন আর আগের মতো পুকুরে ঝাঁপ দিতে পারি না.. ঘুড়ি নিয়ে খালি পায়ে দৌড়ে যেতে পারি না.. ঘাসে ঘাসে পা ডুবিয়ে চুপ করে বসে পড়তে পারি না.. কারণ আমরা বড় হয়ে গেছি!

এই যে - হঠাৎ করে বড় হয়ে যাওয়া.. নিজেদের অনুভূতিগুলো পরিবর্তন হয়ে যাওয়া.. স্মৃতিগুলোকে রোমন্থন করা.. কিন্তু সেগুলোতে ফিরে যাওয়ার কোন সুযোগ না থাকা.. এই টানাপোড়েন প্রত্যেকটা গ্রাম থেকে উঠে আসা শহুরে মানুষকে পোহাতে হয়।

সেই অনুভূতি নিয়ে লিখেছি এই কবিতা- "আত্মকথন", যদিও এটি আমার নিজের অনুভূতি থেকে লেখা, আমার বিশ্বাস গ্রাম থেকে উঠে আসা প্রত্যেকটা শহরের মানুষের জন্যই এটা একটা আত্মকথন। তাদের নিজেদের অন্তরের গভীরে প্রথিত গল্প..


আত্মকথন


এই ঘোলা জলে একদিন দাপাদাপি করেছি কত! অবুঝের মত সমস্ত দুপুর
ঘুড়ি নিয়ে উড়ে গেছি আকাশ পুকুরে
পাখি আর মেঘের সঙ্গে সারা দিন কেটেছি সাঁতার
নরম ঘাসের মাঠে চঞ্চল পা দুটি
নাক ডুবিয়ে নিয়েছিল শিশিরের ঘ্রাণ..

দিনে দিনে পাখি, মেঘ, ঘুড়ি.. দূরে সরে যায়
আমার শার্ট বড় হতে থাকে
প্যান্ট বড় হতে থাকে
বেল্টের ছিদ্রগুলো ধীরে ধীরে পাল্টে যায়
সময় আমাকে টেনে লম্বা করে দেয়..

তারপরে একদিন দুপুরে হঠাৎ করে
আমি বড় হয়ে যাই
আমার ভেতরে আমি অনুভব করতে থাকি
মন্দলাগা, ভালোলাগা কিছু শিহরণ!

ফসলের ক্ষেতে দাপাদাপি করা
ইচ্ছে হলে জলে ঝাঁপ দেওয়া
আবদারে গাল ফুলিয়ে বসে থাকা
এখন আমাকে আর মানায় না..

হঠাৎ মাঝ রাতে ঘুম ভেঙ্গে গেলে আমি
জানালায় মুখ রেখে- থৈ থৈ করে নেমে আসা
রুপালি জোসনা দেখি..
আমার ভেতরটা হু হু করে ওঠে
রাতভর আমার অনুভূতিগুলো বড় হতে থাকে..

স্বপ্নহীন বালিশে মাথা রেখে
রাত্রি রোমন্থন
এখন আমাকে আর মানায় না.. মানায় না..


I like to write and translate poetry.. I believe the world is borderless.. so we should transmit our literature to each other.. that's why whenever I write anything, I would like to translate it at english.. today's poetry I have translated as below..


Autobiography


How much I sunk oneday in this muddy water!
All noon like a fool
I flew with the kite to the sky pond
I spent the whole day swimming with
birds and clouds
My shaky legs in the soft grass field
drowned & smelled of dew drops..

Day by day birds, clouds, kites.. move away
My shirt keeps getting bigger
pants tend to get bigger
holes in the belt were gradually being changed
Time makes me longer..

Then one day suddenly at a noon
I grew up
I started to feel inside me
some good emotions & some loneliness..

Jumping on the crop field
Sinking into the water if desired
Sitting with swollen cheeks
I don't like it anymore..

I suddenly woke up in the middle of the night Keep my face at the window
and see silvery moonlight..
My insides rumble
My feelings get bigger overnight..

Putting head on the dreamless pillow
Night roaming
Now I don't agree anymore.. I don't..

20200715_172229.jpg

নিজের সম্পর্কে:

আমি কাব্য। সাহিত্য চর্চা করি। কবিতা আমার রক্তে মিশে আছে..

কবিতা এবং কবিতা বিষয়ক লেখা পেতে সাথে থাকুন: @bdkabbo

Sort:  

Congratulations @bdkabbo! You have completed the following achievement on the Hive blockchain and have been rewarded with new badge(s) :

You received more than 10 upvotes. Your next target is to reach 50 upvotes.

You can view your badges on your board And compare to others on the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

To support your work, I also upvoted your post!

Do not miss the last post from @hivebuzz:

Hive Whale - Make it spray and get your badge!
Support the HiveBuzz project. Vote for our proposal!

আমার শৈশবের ফটোকপি 😋

এজন্যই বলেছি, এটা গ্রাম ফেরত সবার আত্মকথন